MODEL ACTIVITY TASK

মডেল অ্যাক্টিভিটি টাক্স 

দ্বাদশ শ্রেণী

ভূগোল 

  1. কার্স্ট ভূমিরূপ গড়ে ওঠার প্রয়োজনীয় শর্তসমুহ উল্লেখ কর 
কার্স্ট শব্দটি জার্মান যা একটি ইন্দো  ইউরোপীয় শব্দ "কার" থেকে এসেছে যার অর্থ হল শিলা। কোন অঞ্চলে ভূপৃষ্ঠীয় শিলা জলে দ্রবীভূত হয়ে শিলার ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটিয়ে ভূমিরূপ ও জলনির্গম প্রণালী গঠিত হয় তাকে কার্স্ট ভূমিরূপ বলে। ভারতের কিছু কার্স্ট অঞ্চলের উদাহরন হল দেরাদুন, পাঁচমারি, বোরাকেভ, কেড প্রভৃতি।

 কার্স্ট ভূমিরূপ গড়ে ওঠার প্রয়োজনীয় শর্তসমুহ হলঃ- 
  1. দ্রবণীয় শিলাস্তরের উপস্থিতিঃ ভূপৃষ্ঠের উপরে বা নিচে দ্রবণীয় শিলাস্তর থাকা জরুরি।
  2. বিশুদ্ধ চুনাপাথর গঠিত ভুমিরুপঃ বিশুদ্ধ চুনাপাথরের ক্যালশিয়াম কার্বনেটের পরিমাণ ৪০% বেশী থাকতে হবে ফলে শিলাস্তর দারণযুক্ত হবে ফলে অতি সহজে জল প্রবেশ করতে পারবে।
  3. পর্যাপ্ত বৃষ্টিপাতঃ বার্ষিক বৃষ্টিপাত ৩০ সেমির বেশী হতে হবে।
  4. সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থানঃ দ্রাব্য শিলাস্তরটি সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত হতে হবে।
  5.  নদীর উপস্থিতিঃ দ্রাব্য ও অদ্রাব্য শিলা পরস্পর অবস্থিত হওয়ার জন্যে নদী অদ্রাব্য শিলা কেটে দ্রাব্য শিলাকে উন্মুক্ত করে দেয়।তাই নদীর উপস্থিতি একান্ত প্রয়োজন।


ভারতের কিছু কার্স্ট অঞ্চলের উদাহরন হল দেরাদুন, পাঁচমারি, বোরাকেভ, কেড প্রভৃতি।






SHARE THIS
Previous Post
Next Post