MULTIPLE CHOICE
QUESTIONS (MCQ)
জনসংখ্যা
ভূগোল
অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
- অতিবিরল জনবসতি অঞ্চলে গড়ে প্রতি বর্গকিমিতে বাস করে – ১ জনের কম
- পৃথিবীতে প্রথম মানুষের আবির্ভাব ঘটে – ১০ থেকে ২০ লক্ষ বছর আগে
- জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পর্যায় বলতে বোঝায় – প্রাক শিল্প বিপ্লবের সময়কে
- ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতের গ্রামীণ জনসংখ্যার হার -৬৮.৮৪%
- ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতের শহুরে জনসংখ্যার হার -৩১.৬%
- ভারতের সবচেয়ে জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল হল- লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ
- মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণের অনুপাতকে বলে – জনঘনত্ব
- বর্তমানে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির গড় হার – ১.৩০%
- গত ৫০০ বছরে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে – ১০ গুন
- ভারতের জনবহুল রাজ্য হল – উত্তর প্রদেশ
- পৃথিবীর গড় জনঘনত্ব প্রতি বর্গকিমিতে – ৪১ জন
- ইউরোপ মহাদেশে গড় জনঘনত্ব প্রতি বর্গকিমিতে – ১০৪ জন
- জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশী – আফ্রিকা
- শিল্পবিপ্লবের সময় পৃথিবীর মোট জনসংখ্যা ছিল প্রায় – ৫০ কোটি
- মোট জনসংখ্যার মধ্যে সর্বাধিক শহুরে জনসংখ্যা লক্ষ করা যায় – উত্তর আমেরিকা
- ভারতের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিমিতে -৩৮২ জন
- ভারতে প্রতি বছর মৃত্যুহার প্রতি ১০০০ জনে প্রায় ২৬ জন
- ভারতে প্রতি বছর গড় জনসংখ্যা বৃদ্ধির হার – ১.৬৪%
- ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশী – দাদরা ও নগর হাভেলিতে(৫৫.`৫%)
- ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার সবচ৫%)কম – কেরালাতে ( ৯.৪২%)
- ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্ব পূর্ণ রাজ্য হল- বিহার
- অতি ঘনত্ব লক্ষ করা যায় – বাংলাদেশে
- জন্মহার বেশী ও মৃত্যুহার কম এইরকম প্রদর্শনকারী জনসংখ্যা পিরামিডটি হল- প্রথম শ্রেণীর
- জন্মহার অনিয়ন্ত্রিত ও মৃত্যুহার নিয়ন্ত্রিত এইরকম প্রদর্শনকারী জনসংখ্যা পিরামিডটি হল- দ্বিতীয় শ্রেণী
- অভিবাসনের ফলে জনসংখ্যার হঠাৎ বৃদ্ধি নিদর্শনকারী পিরামিড হল – তৃতীয় শ্রেণী
- ভারতের পুরুষের অপেক্ষা নারী বেশী এমন রাজ্য - কেরালা
- যে সব দেশে জন সংখ্যা পিরামিড ঘণ্টা আকৃতির তা হল কানাডা ও আমেরিকা
- অধিক সক্রিয় ও বয়স্ক জনসংখ্যা পিরামিড টি হল – পঞ্চম শ্রেণী
- দেশের মধ্যে সর্বাধিক পরিব্রাজন ঘটে থাকে – গ্রাম থেকে শহরে
- স্থির বা প্রায় স্থির জনসংখ্যা নির্দেশকারী জনবিবর্তন মডেলএর পর্যায়টি হল – চতুর্থ শ্রেণী
- অত্যধিক জনবসতিযুক্ত অঞ্চলের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে – ৮০০ জনের বেশী
- অধিক জনবসতিযুক্ত অঞ্চলের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে – ৪০১-৮০০
- অতি স্বল্প জনবসতিযুক্ত অঞ্চলের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে – ১০০ জনের কম
- ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হল উত্তর প্রদেশ
- ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতে প্রতি হাজারে পুরুষে নারীর সংখ্যা – ৯৪০
- কোন দেশের বা অঞ্চলের মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণএর অনুপাত কে জনঘনত্ব বলে।
- কোন দেশের অর্থনৈতিক উন্নতির জন্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল – কাম্য জনসংখ্যা
- বর্তমানে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩%
- কোন মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশী – আফ্রিকা
- গত ৫০০ বছরে পৃথিবীর জনসংখ্যা বেড়েছে – ১০ গুন
- ১০০০০ সালে জনসংখ্যা কত ছিল ৫৩.২ লক্ষ
