Monday, April 20, 2020

MODEL ACTIVITY TASK02

মডেল অ্যাক্টিভিটি টাক্স 

দ্বাদশ শ্রেণী

ভূগোল

 

  1. চিত্রসহ চুনাপাথরের গুহায় অবস্থিত ভূমিরূপগুলির বর্ণনা দাও।


ভুমিকাঃ- কার্স্ট শব্দটি জার্মান যা একটি ইন্দো  ইউরোপীয় শব্দ "kar" থেকে এসেছে যার অর্থ হল শিলা।  ইতালিতে “carso” ও স্লোভেনিয়ায় “ kars” নামে পরিচিত ।স্লোভেনিয়ায় “ kars” শব্দের অর্থ হল উন্মুক্ত প্রস্তরময় ভূমি ( open rocky ground) । 
সংজ্ঞাঃ  কোন অঞ্চলে ভূপৃষ্ঠীয় শিলা জলে দ্রবীভূত হয়ে শিলার ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটিয়ে ভূমিরূপ ও জলনির্গম প্রণালী গঠিত হয় তাকে কার্স্ট ভূমিরূপ বলে। 
ভারতের কিছু কার্স্ট অঞ্চলের উদাহরন হল উত্তরাখণ্ডের   দেরাদুন, ছত্তিসগড়ের পাঁচমারি, ওডিশার করাপুট, মেঘালয়য়ের চেরা মালভূমি, অন্দ্রপ্রদেশের বোরাকেভ, কেড প্রভৃতি।

ভুগর্ভে গঠিত কার্স্ট ভূমিরূপগুলি হল।

১। গুহা ও ভু গহ্বরঃ চুনাপাথরের ফাটলের মধ্য দিয়ে জল যখন নীচের দিকে প্রবাহিত হয়ে বড় গর্তের সৃষ্টি করে। এই গর্তগুলি দীর্ঘদিন ক্ষয় করে আরও প্রসারিত হয়ে গুহার সৃষ্টি করে ।এই গুহার আকার যখন অনেক বড় হয় তাকে ভু- গহ্বর বলে। ভারতে মধ্যপ্রদেশের  পাঞ্চমারি, অন্ধ প্রদেশের বোরাগুহা , উওরাখন্ডের দেরাদুন, মেঘালয়য়ের চেরাপুঞ্জিতে এই গুহার সৃষ্টি হয়েছে।
২। স্টালাকটাইটঃ দ্রবীভূত চুনাপাথর মিশ্রিত জল গুহার  ছাদ থেকে জল চুইয়ে  মেঝেতে পড়তে শুরু করে এবং বাষ্পীভবনের ফলে ক্যালশিয়াম কার্বনেট সঞ্চিত হয়ে ঝুরির আকারে ঝুলতে থাকে তাকে স্টালাকটাইট বলে।

৩।স্টালাগমাইটঃ গুহার ছাদ থেকে জলের ফোঁটা একটু একটু  করে মেঝেতে জমে মোটা স্তম্ভের আকার নেয় তাকে স্টালাগমাইট বলে। বিহারের সাসারামের কাছে গুপ্তেরশবর গহ্বরে এই ধরনের ভুমিরুপ দেখা যায়। 




৪। স্তম্ভঃ যদি গুহার ছাদ থেকে নামতে থাকা স্টালাগটা ইট ও নিচের থেকে উপরে উঠতে থাকা স্টালাগমাইট   যখন একসাথে যুক্ত হয়ে দণ্ডের আকার ধারন করে তাকে বলে স্তম্ভ । 



৫। হেলিকটাইটঃ চুনাপাথরের গুহার মধ্যে দ্রবীভূত চুন উপর থেকে নিচের দিকে, নিচে থেকে উপর দিকে, তির্যক ভাবে বৃদ্ধি পায় তাকে বলে হেলিকটাইট ।



Keep updating
I will upload all question day by day
Stay connected this page


Activity 01


Thank you

No comments:

Post a Comment